তুষ ব্যবস্থাপনা SOP:
রিসিভিং,
স্প্রেয়িং
এবং রোদে শুকানো:
১.
পার্টির
কাছ থেকে তুষ গ্রহণের পর তুষের
বস্তাগুলাে চাতালের এক কােনে
জমা করতে হবে ।
২.
তুষ ছড়িয়ে
দেয়ার আগে চাতালের মেঝে ভালাে
ভাবে ঝাড়ু দিতে হবে ।
৩.
তুষের
বস্তাগুলাে চাতালের মেঝেতে
৪ ইঞ্চি অথবা সর্বােচ্চ ৬
ইঞ্চি উচু করে ছড়িয়ে দিতে হবে
।
ছড়ানাের
সময় সব তুষ শুকনাে আছে কি না
তা ভালােভাবে পরীক্ষা করতে
হবে । যদি কােনাে তুষ ভিজা
থাকে আলাদাভাবে শুকাতে হবে
।
৪.
তারপর
তুষ হতে দড়ি,
শুকনাে
পাতা , গােবর,
পাখির
মল অথবা অন্য কিছু থাকলে তা
বাছাই করতে হবে ।
৫.
এরপরে
তুষে কীটনাশক (যেমন
সেভিন) স্প্রে
করতে হবে । প্রতি ৫ শতক জায়গার
জন্য ১০ লিটার পানিতে ৩৫ গ্রাম
সেভিন মিশিয়ে স্প্রে করতে
হবে। এরপর সম্পূর্ণ তুষ আবার
উল্টেপাল্টে দিতে হবে এবং
একই নিয়মে আরও ২ বার স্প্রে
করতে হবে। মােট ৩ বার স্প্রে
করতে হবে।
৬.
তারপর
কমপক্ষে ২ ঘন্টা শুকাতে হবে
এবং এটা সব সময় নিশ্চিত করতে
হবে।
৭.
প্রথমে
ছড়ানাে তুষগুলাে প্রথমে বস্তা
করা শুরু করতে হবে।
৮.কতক্ষন
রােদে শুকানাে হয়েছে তার সময়
লিখে রাখতে হবে। ইহা খুবই
গুরুত্বপূর্ণ।
৯.
সব সময়
পরিষ্কার বস্তা ব্যবহার করতে
হবে।
১০.
বন্য পাখি
কখনাে চাতালে আসবে না।
১১.
বন্য পাখি
যাতে তুষের উপর বসতে না পারে
সেজন্য অবশ্যই একজন নিরাপত্তা
প্রহরী নিযুক্ত করতে হবে।
তুষ সংরক্ষণ
এবং ফিউমিগেশন পদ্ধতি:
১.
ফিউমিগেশনের
জন্য সংরক্ষণ গােডাউনে কােনাে
ছিদ্র থাকা যাবে না।
২.
তুষের
বস্তাগুলাে এমন ভাবে সাজাতে
হবে যাতে প্রথমে ঢুকানাে বস্তা
প্রথমে বের করা যায়।
৩.
গােডাউনকে
১০.৬
গ্রাম / ঘনফুট
মাত্রায় প্যারাফরমালডিহাইড
দিয়ে ফিউমিগেশন করতে হবে।
প্যরাফরমালডিহাইড শেষ না
হওয়া পর্যন্ত ফিউমিগেশন করতে
হবে এবং ১২ ঘন্টা বায়ু চলাচল
বন্ধ রাখতে হবে। তারপরে এক্সস্ট
ফ্যান দ্বারা বায়ু চলাচলের
মাধ্যমে গ্যাস বের করতে হবে।
চাতাল
এবং গােডাউনের বিশেষ নােট:
১.
চাতালের
বাউন্ডারি দেয়াল মেরামত করতে
হবে।
২.
কীটনাশক
স্প্রে করার জন্য ফগিং মেশিন
ব্যবহার করতে হবে।
৩.
গােডাউনের
দেয়াল এবং ছাদের মধ্যবর্তী
ফাঁকা বন্ধ করতে হবে,
যাতে
ফিউমিগেশনের ধােয়া বের না
হয়।
৪.
বন্য পাখি
এবং গৃহপালিত মুরগী প্রধান
সমস্যা।
৫.
চাতাল
এলাকা = ১১৫
ফিট x৭৫
ফিট = ৮৬২৫
বর্গফুট /
৪৩৫.৬=
২০ শতাংশ
। একবার স্প্রে করার জন্য ২০
লিটার পানি এবং ১৪০ গ্রাম
সেভিন লাগবে।
৬.
গােডাউনের
জন্য প্যরাফরমালডিহাইড এর
পরিমাপ :
গােডাউন
নং ২: ৭১'
x ৪২.৭৫'
x ২০'
= ৫৯২৮৫
ঘন ফুট / ১০.৬
= ৫৬০০
গ্রাম
গােডাউন
নং ৩ : ১১০'
x ৩৪'
x ২০'
=৭৪৮০০
ঘনফুট / ১০.৬
= ৭০০০
গ্রাম
গােডাউন
নং ৪: ১০৬'
x ৬০'
x১৫.৫'
= ৯৮৫৮০
ঘনফুট /১০.৬
= ৯৩০০
গ্রাম
৭.
অবশিষ্ট
প্যারাফরমালডিহাইড মাটিতে
পুঁতে ফেলতে হবে।
No comments:
Post a Comment
Share your IDEAS